ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন অস্বাভাবিক অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার না থাকার কারণে অন্তর্বর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে৷ ব্যবসায়ীরা এখন নানা রকম অসুবিধায় রয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি৷
মহাসচিব বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনর্নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এ কাজ শেষ করতে পারব।
শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, এ মসজিদের কাজ যখন শুরু হয়, তখন আমরা হাইস্কুলে পড়তাম৷ ছাত্ররা লাইন ধরে এসে মসজিদ নির্মাণকাজে অংশ নিয়েছিলাম। ইট বহন ও বস্তা বহনের কাজ করেছিলাম।
বক্তব্যের শেষাংশে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি৷ এসময় মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পুনর্নির্মাণ কমিটির আহ্বায়ক ডা আবু মো. খয়রুল কবির, হাফেজ রশিদ আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের কাচারি জামে মসজিদ। মসজিদটির বহুতল ভবন হলে, এটি জেলার অন্যতম প্রধান মসজিদ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআই