ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেট জেলা আ.লীগ নেতা মাহফুজুর গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মে ১, ২০২৫
সিলেট জেলা আ.লীগ নেতা মাহফুজুর গ্রেপ্তার গ্রেপ্তার মাহফুজুর রহমান

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১মে) ভোরের দিকে সিলেট নগরের শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এতথ্য নিশ্চিত করে বলেন, মাহফুজুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এরই একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে হাজির করার পর অন্য মামলাগুলোতে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হবে।

জানা যায়, ২০২৪ সালের আগস্টে কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার সঙ্গে মাহফুজুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।  

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরপরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। তাদের অনেকে দেশত্যাগও করেছেন। কিন্তু অ্যাডভোকেট মাহফুজুর রহমান আইনজীবী হিসেবে প্রকাশ্যে চলাফেরা করছিলেন। অথচ ক্ষমতায় থাকাকালীন কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির নিয়ন্ত্রক ছিলেন তিনি। পাথর কোয়ারি নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব ধরা হয় তাকে। অবশেষে মাহফুজুরকে গ্রেপ্তার করল পুলিশ।

এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।