ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, মে ৪, ২০২৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

শনিবার (৩ মে) পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আনার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি এলাকার সওদাগর মিয়ার ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে পরিবারের সুখের আশায় মালয়েশিয়ায় যান আনার। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে আসছিলেন। গত ২৪ এপ্রিল নাইট ডিউটি শেষ করে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রাস্তা পার হওয়ার গাড়িচাপায় মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসা নেওয়ার পর গত ১ মে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়।  

এ বিষয়ে নিহত আনারের স্ত্রী রোকসানা বেগম বলেন, আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই। স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।  

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ