ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ যোগী সন্ন্যাসি শিবানন্দের প্রয়াণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, মে ৪, ২০২৫
বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ যোগী সন্ন্যাসি শিবানন্দের প্রয়াণ স্বামী শিবানন্দ

হবিগঞ্জ: বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক ব্যক্তি’ ভারতীয় যোগী সন্ন্যাসী ও যোগগুরু ‘স্বামী ড. শিবানন্দ’ মারা গেছেন। তার জন্ম ১৮৯৬ সালে হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে।


 
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ১২৯ বছর বয়সী ‘স্বামী শিবানন্দ’ ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের সব থেকে বয়স্ক ব্যক্তি ছিলেন।
 
রোববার (৪ মে) সকালে ভারতীয় সংবাদ চ্যানেল এবিপি আনন্দ তার মৃত্যুর খবর প্রচার করে। শনিবার (৩ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে খবরে জানানো হয়েছে।
 
শিবানন্দের শিষ্য সঞ্জয় সর্বজ্ঞের বরাতে এবিপি জানায়, সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত শনিবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সোমবার তার শেষকৃত্য হওয়ার কথা।
 
মনোরোগে পিএইচডি করা যোগী শিবানন্দ ১৮৯৬ সালের ৮ আগস্ট হবিগঞ্জের বাহুবলের হরিতলা গ্রামে (তৎকালীন ভারতের অংশ) শ্রীনাথ গোস্বামী ও ভগবতী দেবীর ঘরে জন্ম নেন। তার বাবা-মা ও দিদি ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতেন। তারা তাকে ৪ বছর বয়সে নবদ্বীপের বিখ্যাত সন্ন্যাসী স্বামী ওঙ্কারানন্দর কাছে দিয়ে দেন। পরে ৬ বছর বয়সে বাড়ি ফিরে শোনেন দিদি না খেয়ে মারা গেছেন। তার বাড়ি ফেরার সাতদিন পর মারা যান বাবা-মাও। পরে ১৯০১ সালে পুনরায় তিনি ভারতের পশ্চিমবঙ্গ নবদ্বীপে চলে যান।
 
জন্ম তারিখ অনুযায়ী তিনি নেতাজী সুভাষচন্দ্র বোসের চেয়েও পাঁচ মাসের বড়। অবাক করা ব্যাপার হলো তিনি তিন শতক দেখেছেন। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন তিনি। নিজের বয়সের সার্টিফিকেটের প্রমাণ হিসেবে রয়েছে ভারতীয় পাসপোর্ট।
 
সুস্থ জীবন ও দীর্ঘ আয়ুর রহস্য হিসেবে গণমাধ্যমকে জানিয়ে গেছেন, নিয়মিত যোগব্যায়াম ও খাদ্যাভ্যাসের কথা। ভাত, রুটি আর সিদ্ধ সবজি খেয়ে বেঁচে ছিলেন তিনি। নিয়মিত ডায়েটের পাশাপাশি তেল, চর্বি এবং মিষ্টান্ন জাতীয় খাবার, ফল-দুধ বর্জন করেন তিনি। দাবি করতেন—  তার দুঃখ-কষ্ট, চিন্তা ও সমস্যা নেই। তিনি অর্থ কিংবা দান গ্রহণ করতেন না। রাত ৩টায় ঘুম থেকে উঠে যোগব্যায়াম করতেন।
 
শিবানন্দের জন্মস্থান হরিতলা গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ অক্সব্রিজ কলেজের চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, ‘তিনি ভারতে থাকলেও জন্মস্থানের টানে হরিতলায় আসতেন। তবে এখন তার পরিবারের কেউ এখানে নেই। তার সুশৃঙ্খল জীবন যাপন আমার পছন্দের।  

এসময় প্রবীণ এই ব্যক্তির প্রয়াণে শোক জানান তিনি।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।