ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাবেক মেয়র লিটনের আলোচিত সেই পিএ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, মে ৯, ২০২৫
সাবেক মেয়র লিটনের আলোচিত সেই পিএ গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ খান টিটু: ফাইল ফটো

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাবেক মেয়রের পিএ টিটুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মহাগরীতে কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা তিনি। এছাড়া তিনি লিটনের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বদলগাছিতে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন টিটু। সাগর জেলায় জনি গ্রুপের সঙ্গে রাজনীতি করতেন। সেখানে আত্মগোপনে ছিলেন টিটু। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর বদলগাছি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।