রাজবাড়ী: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি ছোড়ার মামলায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (৯ মে) বেলা পৌনে ১২টার দিকে শহরের পান্না চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন রাজবাড়ী শহরের দুই নম্বর বেড়াডাঙ্গা এলাকায়। তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এসআই