যশোর: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন রাজপথে চলবে।
শুক্রবার (৯ মে) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নারী সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে পারিবারিক কার্ডের আওতায় আনা হবে এবং কৃষকদের জন্য চালু করা হবে কৃষি বীমা।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে বাস্তব উদ্যোগ নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দল নেত্রী জেবুন্নেছা জেবু। সমাবেশ পরিচালনা করেন সেলিনা পারভিন শেলী।
সমাবেশে আরও বক্তব্য দেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।
এসআরএস