ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কেন্দ্রীয় নেতাকে বয়কট করে ৬ মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, অক্টোবর ১১, ২০২৫
কেন্দ্রীয় নেতাকে বয়কট করে ৬ মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে মতবিনিময় সভায় একমঞ্চে মনোনয়ন প্রত্যাশী বিএনপির ছয় নেতা।

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বয়কট করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।  

শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার হাটুভাঙ্গা এলাকায় একটি অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় এ বয়কট ঘোষণা করা হয়।

এ সময় রায়পুরা উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার  ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিগত সময়ের কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে বলেন, তিনি কর্মীবান্ধব নেতা না। তিনি দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের কোনো খোঁজ রাখেননি। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের লোকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তিনি এককভাবে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমরা তাকে বয়কট করছি। পাশাপাশি আমরা দলের হাইকমান্ডের কাছে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মনোয়নয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা তৃণমূলের সব নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর সঙ্গে কাজ করে বিজয়ী করবো।

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, দল এখনো কারো মনোনয়ন নিশ্চিত করেনি। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মনোনয়নের কথা বলে দলকে দ্বিধা বিভক্ত করতে চাইছে। আশা করি কেন্দ্রীয় নেতারা তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দেবে। আজকের মঞ্চে যারা আছেন তারা সবাই যোগ্য ও ত্যাগী তাদের মধ্য থেকে মনোনয়ন দিলে সবাই একসঙ্গে কাজ করে বিজয়ী করে আনবো।

নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তিনি ছাগলকাণ্ডের আলোচিত মতিউর-লাকীর পার্ক রক্ষা করছেন। তাকে মনোনয়ন দিলে রায়পুরার জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবে। তৃণমূলের রায়ের মাধ্যমেই দলের মনোনয়ন ঠিক করবে। আজকের মঞ্চের ত্যাগী নেতাদের মধ্য থেকে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন শ্যামল বলেন, আমি ২০০৬ সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। অনেক মামলা, হামলা ও ত্যাগ তিতীক্ষার পর আজকের জায়গায় এসেছি। আমাদের ব্যক্তিগত প্রতিযোগিতা থাকলেও দল ও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে। অনেকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দল ও নেতাকর্মীকে বিভ্রান্ত করছে। আমাদের দল ও ধানের শীষের স্বার্থে এক থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির কার্যালয় সম্পাদক আব্দুর রহমান খোকন।  

এ সময় উপস্থিত ছিলেন, মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।  

এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক। তিনি ২০১৮ সালে রায়পুরা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের জন্য তিনি প্রচারণা চালাচ্ছেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ