ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিএনপিই আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, অক্টোবর ১১, ২০২৫
বিএনপিই আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে: দুলু বক্তব্য দিচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিই এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এজন্য দলের নেতাকর্মীদের ঘরে বসে না থেকে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বজলুর রহমান।

দুলু বলেন, বিএনপি সব সময় মানুষের বিপদে–আপদে পাশে থেকেছে। এখনও সবাইকে মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে ছোট–বড় সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে মাঠে নামতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দলের বিজয় ঠেকাতে পারবে না।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি আরও শক্তিশালী হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিই আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই এই বিজয় ঠেকাতে পারবে না।

দুলু অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনও ভোট দিতে পারেনি। এবার তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই তরুণদের কাছে ধানের শীষের কর্মীদের যেতে হবে, প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ