ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পুলিশের পিস্তল চুরি, চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মে ১০, ২০২৫
পুলিশের পিস্তল চুরি, চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া অভিযুক্ত দুই যুবকের ছবি

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।

 

শনিবার বার ( ১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থতলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে।  

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকই পিস্তলটি চুরি করেছেন বলে ধারণা পুলিশের।  

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা অথবা ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।