ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সালথায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ১০, ২০২৫
সালথায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে ২৫ থেকে ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

 

শনিবার (১০ মে) সকালের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

জানা গেছে, শুক্রবার (৯ মে) রাতে রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জ্বল মোল্যা ও জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার মধ্যে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার সকালে দুপক্ষের আবারও সংঘর্ষ বাধে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ২৫ থেকে ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

আহতরা হলেন— আজিজুর (২৮), মিরাজ মোল্যা (৩৫), কামাল হোসেন (২৫), ছায়েম হোসেন (৩৫), সালাম সরদার (৪৭), রোকমান শেখ (৫৫), রেহেনা বেগম (৫০), সেতু আক্তার (২০)। অন্যদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আকিকার মাংস নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।