ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

রামপুরায় অটোরিকশাচালকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মে ১১, ২০২৫
রামপুরায় অটোরিকশাচালকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে কবির হোসেন শিকদার (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে।



রোববার (১১ মে) ভোর ৪টার দিকে রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশে একটি নির্মাণাধীন ১০ তলার ভবনে এ ঘটনা ঘটে।  

অটোচালক কবিরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. পলাশ বাংলানিউজকে বলেন, রাতে বিপ্লব ও আরিফের সঙ্গে ওই নির্মাণাধীন ভবনের চারতলায় ছিলেন। রাত ৩টার দিকে এলাকার এক বড় ভাই কবিরকে ফোনকল দিয়ে ডেকে নিয়ে আসে। সেখানে তারা ইয়াবা সেবন করে। এর কিছুক্ষণ পর একটা শব্দ শুনতে পাই। নিচে গিয়ে দেখা যায় কবির ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছে। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে ঢামেক হাসপাতালে মৃত কবিরের বড় ভাই আবুল হোসেন বলেন, আমাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচড় গ্রামে। বাবার নাম আলমগীর শিকদার। বর্তমানে পূর্ব রামপুরার নিরিবিলি গলিতে থাকে। কবির অটোরিকশা চালাত। তবে সে মাদকাসক্ত ছিল।  

তিনি আরও বলেন, শনিবার বিকেল ৫টার দিকে অটোরিকশা নিয়ে বের হয় কবির। ভোরে নিরিবিলি গলিতেই রিকশা নিয়ে গ্যারেজে ঢুকে। তখন একটি ফোনকল পেয়ে রামপুরার কুঞ্জবন এলাকায় যায়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন ছিল। পরে ভোর ৫টার দিকে ফোনকলের মাধ্যমে জানতে পারি কবিরকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে এসে কবিরের মরদেহ দেখতে পাই।  
ভাই আবুল হোসেন অভিযোগ করে বলেন, ওই ভবনের চারতলায় তাকে মারধর করে নিচে ফেলে হত্যা করা হয়েছে।

এদিকে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল বলেন, জানতে পেরেছি, রামপুরান কুঞ্জবন এলাকায় ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন ওই ব্যক্তি। তবে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাকে ওপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।