ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, মে ১১, ২০২৫
হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশাল: অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকে রোববার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হরিনাথপুর ইউনিয়নের শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে হালিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। সে (হালিম) হরিনাথপুর এলাকার জানে আলম সরদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ওই এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত আব্দুল হালিম সরদারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এমন বিস্তার অভিযোগ রয়েছে।

এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।