ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

লক্ষ্মীপুরে অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, মে ১২, ২০২৫
লক্ষ্মীপুরে অর্ধকোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।  

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে) দুপুরে চন্দ্রগঞ্জ মধ্য বাজারের শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস ও আল মদিনা বস্ত্রালয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা বিদেশি নোটগুলো জব্দ করা হয়।

যা বাংলাদেশি টাকায় ৪৮ লাখ ৫ হাজার ৯১০ টাকা।  

আটকরা হলেন- শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক খোকন দেবনাথ ও আল মদিনা বস্ত্রালয়ের মালিক ইব্রাহিম খলিল।  

জানা গেছে, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে চন্দ্রগঞ্জ মধ্য বাজারের নিতাই গৌর বস্ত্রালয় ও আল মদিনা বস্ত্রালয় নামক কাপড়ের ব্যবসার আড়ালে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রি করে আসছিলেন এরা। সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। পরে আটকদের চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রাহাত জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।