ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হাঁসের খামারের আড়ালে অপরাধের স্বর্গরাজ্য, যশোরে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, অক্টোবর ১১, ২০২৫
হাঁসের খামারের আড়ালে অপরাধের স্বর্গরাজ্য, যশোরে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৩ যশোরে হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

যশোর: হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, পুলিশের ব্যবহৃত পোশাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত নানা উপকরণ ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ।  

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হাসুয়া, দা, কুড়াল এবং চাইনিজ কুড়াল। এখান থেকে আরো উদ্ধার হয়েছে খেলনা পিস্তল, ওয়াকিটকি, তালা বা গ্রিল কাটার জন্য রেঞ্চ, করাত, মদ, ওজন মাপা স্কেল এবং সিসি ক্যামেরা।

এছাড়া, যৌনতায় ব্যবহৃত নানা উপকরণও এসময় উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ঝিকরগাছার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজারের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে হাসিবুল ইসলাম হাসিব এবং মণিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজেই এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন ঝিকরগাছা থানা এবং ডিবি পুলিশ এই অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে পালিয়ে যায় ওই খামারের মালিক এবং অপরাধী চক্রের হোতা সোহাগ। তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক মামলা রয়েছে।

আবুল বাশার জানান, তাদের কাছে খবর আসে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারের অভ্যন্তরে অপরাধীরা আস্তানা তৈরি করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে।  

এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করে বিপুল দেশি অস্ত্র ও ছিনতাই-ডাকাতির কাজে কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল সোহাগ ও তার বাহিনী। স্থানীয় দুর্বৃত্তরা ছাড়াও সেখানে অন্য এলাকা থেকেও লোকজন আসা-যাওয়া করতো। সেখানে নারীদেরকে দিয়ে খারাপ কাজও করানো হতো বলে অভিযোগ এলাকাবাসীর।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।