নাটোর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে গঠনতান্ত্রিক জটিলতা তৈরি হওয়ায় পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে এক তলবী সভার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নাটোর প্রেসক্লাবের বিদায় সভাপতি বাসস প্রতিনিধি ফারাজী আহম্মেদ রফিক বাবনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এসএ টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় বক্তব্য দেন- কোষাধ্যক্ষ গাজী টিভির প্রতিনিধি কামরুজ্জামান দেলোয়ার। এ সময় ক্লাবের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি এনামুর রহমান চিনু ও জুনিয়র সহ-সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারসহ ক্লাবের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ক্লাবের ৪৬ জন সদস্যের মধ্যে ৩৯ জন সদস্য তলবী সভা আহ্বান করার জন্য সভাপতিকে লিখিতভাবে অনুরোধ জানান।
এসআরএস