ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, মে ১৫, ২০২৫
ঝিনাইদহে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৫ জন

কোনো তদবির কিংবা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকার আবেদন ফিতে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ঝিনাইদহ জেলার ২৫ জন তরুণ।

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের এ প্রক্রিয়া পরিচালনা করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মনজুর মোর্শেদ।

সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এ প্রক্রিয়ায় কোনো প্রার্থীকে অর্থ, পৃষ্ঠপোষকতা বা সুপারিশের আশ্রয় নিতে হয়নি। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই দিনমজুর বা নিম্ন আয়ের পরিবারের সন্তান।

বুধবার (১৪ মে) রাতে ঝিনাইদহ পুলিশ লাইন্সে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন এসপি মো. মনজুর মোর্শেদ। এ তালিকায় ২৫ জনকে নিয়োগ ও আরও পাঁচজনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হয়। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল পুলিশ কনস্টেবল পদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১ হাজার ৭৪১ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৪ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন ২৬৯ জন, যাদের মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হন। পরে ১৪ মে দিনব্যাপী মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়া হয় এবং সেদিন রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

নিয়োগপ্রাপ্তদের একজন, শহরের গুলশান পাড়ার আকাশ দাস বলেন, আমার কোনো সুপারিশ ছিল না। ভেবেছিলাম চাকরিটা হবে না। কিন্তু চূড়ান্ত তালিকায় নিজের নাম সবার ওপরে দেখে বিশ্বাস করতে পারিনি। এ স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার জন্য বর্তমান পুলিশ প্রশাসন ও নিয়োগ বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ বিষয়ে এসপি মনজুর মোর্শেদ বলেন, নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছতা ও নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। তিনটি ধাপ—শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তারাই নিয়োগ পেয়েছেন। আমাদের দায়িত্ব ছিল শুধু যোগ্যদের প্রাপ্যতা নিশ্চিত করা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।