ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, মে ১৭, ২০২৫
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ ১

বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন সিপাহী (২৫) নামে এ যুবক নিখোঁজ রয়েছেন।

 

শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন সিপাহী একই এলাকার কালু সিপাহীর ছেলে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি।  

পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে সুমন সিপাহী নামে এক যুবক। এদিকে এই ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ জানান, 'আহতদের মধ্যে সাফিন মাতুব্বর নামে একজনের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। '

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, 'ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস। '

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।