ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে: তাবিথ আউয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ২৩, ২০২৫
ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন উজ্জীবিত হয়েছে: তাবিথ আউয়াল বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল

যশোর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুবসমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে।

তিনি আরও বলেন, এখন সময় এসেছে দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার।

সে সঙ্গে দেশের ক্রীড়াঙ্গণের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার। দেশের যুবসমাজ ও ক্রীড়াঙ্গনকে কাজে লাগিয়ে বিদেশিদের বুকে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে।

শুক্রবার (২৩ মে) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত ‘সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তাবিথ আউয়াল বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। আমাদের যুবসমাজের মধ্যে প্রতিবাদী কণ্ঠস্বর রয়েছে। সব অসামাজিকতা রোধে যুব সমাজকে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। সমাজের সকল অন্যায়, অসঙ্গতি সামাজিকভাবে মোকাবিলা করতে হবে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ, তবে এটিকে পজিটিভ ব্যবহার করতে হবে।

তিনি বলেন, ফুটবল খেলা সবার জন্য। এটা কেবল খেলোয়াড়দের জন্য না। এ ফুটবলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। যশোর থেকে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হয়েছে যারা এক সময়ে জাতীয় পর্যায়ে খেলেছে। আমি নিজেও মাঠে গিয়ে তাদের খেলা উপভোগ করেছি। আমরা যশোরের মাটিতে আবারও ফুটবলের জাগরণ দেখতে চাই। যেখানে বিদেশি খেলোয়াড়রা অংশ নেবে।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হারুন জামিল এবং দড়াটান জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।  

সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এহসানুল হক সেতু ও মনিরুজ্জামান মাসুম।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।