বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমানের ছেলে এবং ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় ৷
এর আগে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুর রহমান দুলুর ছেলে মাহরুখ আল রুহান ওরফে অরিত্র এবং দুলুর ভাতিজা আবরিম ইবনে আতাউর রহমান বাবু। এদের মধ্যে অরিত্র নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বাবু আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএ