বাগেরহাট: বাগেরহাটের মোংলায় শিক্ষার্থীদের দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও অগ্নি নির্বাপণ বিষয়ে দক্ষ করতে প্রশিক্ষণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) কোস্টগার্ড বেজ মোংলায় অণুষ্ঠিত এই প্রশিক্ষন কর্মশালা ও মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
সরেজমিনে দেখা যায়, খোলা স্থানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগাচ্ছেন ফায়ার ফাইটাররা। আর সেই আগুন বিশেষ কৌশলে বালতি, বস্তা অথবা অক্সিজেন ভর্তি অগ্নিনির্বাপন সিলিন্ডার দিয়ে বিশেষভাবে আগুন নেভাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। । হাতে কলমে পাওয়া এই প্রশিক্ষন লব্ধ জ্ঞান বাস্তবিক জীবনে কাজে লাগানোর ইচ্ছে শিক্ষার্থীদের।
মহড়া শেষে দূর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও অগ্নি নির্বাপন কৌশল বিষয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবিষ্যতেও কোস্টগার্ডের এমন জনকল্যানমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড বেইস, মোংলার অধিনায়ক কমান্ডার মোদাসসেরুল হক।
তিনি বলেন, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উক্ত কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপণের উপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন নাম্বার ১৬১১১ এ।
এমআরএম