কুমিল্লা: কুমিল্লার পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।
বুধবার (২ জুলাই) চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারে যাওয়ার জন্য হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে।
একই দিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার মো. বেল্লাল (৩০) নামে এক মোটরসাইকেলআরোহীকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাপায় নাজমুল নামে এক মোটরসাইকেলআরোহী মারা যান। তিনি জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামে এক যুবক আহত হন। তিনি কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই