গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় হৃদয় (১৯) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এঘটনায় ছয়জন গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর রাতে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পাবনার সাথিয়া উপজেলার হারিয়াক্রাউন এলাকার আব্দুল সামাদের ছেলে মো. কাউসার (২৮), টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া এলাকার সোনা মিয়ার ছেলে শামিম আহমেদ (৩৪) ও সিরাগঞ্জের শাহজাদপুর থানার চরদুগালী এলাকার সারোয়ার হোসেনের ছেলে রাশেদুল হাসান (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ভেতরে গত শনিবার ভোরে হৃদয়কে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে। ঘটনার পর থেকে কারখানার কর্তৃপক্ষ পালিয়ে যায়। এছাড়া কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। ওই ঘটনার পর থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
আরএস/জেএইচ