নওগাঁ: দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতিও ভিন্ন। তবুও ভালোবাসার টানেই এক হয়ে গেলেন দুই ভিনদেশি তরুণ-তরুণী।
নিজ জন্মভূমি ছেড়ে মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম পাড়ি জমিয়েছেন বাংলাদেশের নওগাঁয়। প্রেমিক জামিল হোসেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন তিনি। এ ভিনদেশি নববধূকে দেখতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের জামিল হোসেন (২৪) মালয়েশিয়া প্রবাসী। সেখানে তিন বছর আগে এক শপিংমলে কেনাকাটার সময় মালয়েশিয়ার তরুণী নাজিয়ার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় গড়ায় প্রেমে।
গত ৩০ জুন নাজিয়া ও জামিল বাংলাদেশে আসেন। এরপর শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামিলের বাড়িতে ধুমধাম আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। তার আগে বৃহস্পতিবার রাতে জামিলের গ্রামের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়।
জামিল জানান, তিনি ২০১৭ সালের শেষ দিকে মালয়েশিয়ায় যান এবং জহুরবারুর মোয়ার এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। সেখানেই পাশে একটি শপিংমলে নাজিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে প্রেম গড়ে ওঠে। নাজিয়া তার পরিবারকে সম্পর্কের কথা জানান। প্রথমে তারা একটু মনঃক্ষুণ্ণ হলেও পরে সম্মতি দেন এবং মালয়েশিয়াতেই তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে বাংলাদেশে এসে কাবিন করে আবার বিয়ে করেন তারা।
নাজিয়া বলেন, আমি জামিলকে অনেক ভালোবাসি। বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। জামিলের পরিবার আমাকে মেয়ের মতো গ্রহণ করেছে। এলাকাবাসীও খুব আন্তরিক, মনে হচ্ছে যেন অনেক আগে থেকেই তাদের চিনি। এখানকার খাবারও আমার খুব পছন্দ হয়েছে।
এদিকে ভিনদেশি মেয়েকে সামনে দেখে স্থানীয়রা বলেন, আগে শুধু খবর বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম বিদেশি মেয়েরা বাঙালি ছেলের প্রেমে বাংলাদেশে চলে আসে। এবার তা নিজের চোখে দেখলাম।
এসআই