ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, জুলাই ৬, ২০২৫
জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেবে: রেজাউল করিম বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ছাত্রসমাজের স্লোগান ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'। জুলাইয়ের সেই জাস্টিস কেবল মাত্র আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনে সম্ভব হবে।

রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে।  

জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের-শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করে তাদের পুনর্বাসিত করা হবে।

রোববার (৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন।  

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।