ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তাল গাছের চারা রোপণ হাইওয়ে পুলিশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ৯, ২০২৫
বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তাল গাছের চারা রোপণ হাইওয়ে পুলিশের ঝিনাইদহে ২০০ তাল গাছের চারা রোপণ হাইওয়ে থানা পুলিশ

ঝিনাইদহ: সাম্প্রতিক সময়ে বজ্রপাতে নিরাপদ আশ্রয়ের অভাবে ফসলের ক্ষেতে কাজ করার সময় মাঝেমধ্যে প্রাণ হারাচ্ছেন কৃষকরা। সে কারণে বজ্রপাত থেকে প্রাণহানি প্রতিরোধ ও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে মহাসড়কের পাশে তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সদর উপজেলার বোড়াই এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু-ধারে এসব তাল গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস, সার্জেন্ট হোসাইন আহমেদ তুর্য, উপ-পরিদর্শক ইয়াসির আরাফাত এবং সহকারী উপ-পরিদর্শক রবিউল।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে দশ মাইল পর্যন্ত মহাসড়কের দু-ধারে দুইশ’ তাল গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরো চারা রোপণ করা হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রবণতা বেড়েছে এবং অনেক কৃষক কাজের সময় বজ্রপাতে মারা যাচ্ছে নিরাপদ আশ্রয়ের অভাবে। কয়েকদিন আগেও ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলাতে দুইন কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। সারাদেশেই এমন ঘটনা মাঝেমধ্যে ঘটছে।

তাই বজ্রপাতের সময় কৃষক যাতে করে নিরাপদে আশ্রয় পেতে পারে, গাছেল নিচে দাঁড়াতে পারে সেজন্য মাঠের পাশে তালগাছের চারা রোপণ করা হচ্ছে। এই তাল গাছ বজ্রপাত প্রতিরোধক হিসাবে কাজ করে। সাথে বাবুই পাখিও তাল গাছে তাদের নিরাপদ আবাসস্থল তৈরি করতে পারবে।

বোড়াই গ্রামের কৃষক মহব্বত আলী বলেন, ‘ধান ক্ষেতে যখন কাজ করি মাঝেমধ্যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়। বজ্রপাত, বৃষ্টির মধ্যে অনিরাপদ হয়ে পড়ে আমাদের জীবন। মাঠের পাশে রাস্তার ধারে যে তাল গাছ লাগানো হচ্ছে এটা খুবই ভালো দিক’।  

তিনি বলেন, ‘গাছগুলো বড় হলে আমরা প্রাকৃতিক দুর্যোগে সেখানে আশ্রয় নিতে পারবো। তবে আমাদের দাবি থাকবে শুধু এই জায়গাতে নয়, বিভিন্ন এলাকায় যেন এমন তালগাছ রোপণ করা হয়। তাহলে অনেক কৃষক বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে। ’

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।