ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

সারাদেশ

গোসাইরহাটে ৪ এইচএসসি পরীক্ষার্থীর ওপর চাঁদাবাজদের হামলার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, জুলাই ৮, ২০২৫
গোসাইরহাটে ৪ এইচএসসি পরীক্ষার্থীর ওপর চাঁদাবাজদের হামলার অভিযোগ  আহত এইচএসসি পরীক্ষার্থী

শরীয়তপুরের গোসাইরহাটে চাঁদাবাজদের হামলায় চার এইচএসসি পরীক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

এরআগে সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শরীয়তপুরের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজের চার এইচএসসি পরীক্ষার্থী ফজিলাতুন্নেছা পুষ্প, রানিয়া, সোহাগা ও স্মৃতি ডামুড্যা থেকে ফয়সাল দেওয়ানের অটোরিকশায় করে গোসাইরহাট সরকারি সামসুর রহমান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় গোসাইরহাট বাসস্ট্যান্ডে এলে লাইনম্যান পরিচয়ে অটো থেকে ১০ টাকা চাঁদা দাবি করে। ভিড়ের কারণে চাঁদা দিতে না পারায় অটোরিকশা ভাঙচুর করে চাঁদাবাজরা। এসময় চাঁদাবাজদের হামলায় অটোতে থাকা পুষ্প নামে এক শিক্ষার্থীর চোখে অটোরিকশার ভাঙা কাঁচের টুকরো ঢুকে যায় এবং অটোতে থাকা আরও তিনজন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুষ্পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় দায়িত্বরত চিকিৎসক। এ ঘটনা জানাজানি হলে পুরো শরীয়তপুরের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।

আহত পুস্পর মা সাজেদা বেগম বলেন, চাঁদার জন্য আমার মেয়েসহ অন্য আরও তিনজন শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা এর বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।