রাঙামাটি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদু ও দীঘিনালা উপজেলা সড়ক পানিতে তলিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
গত তিনদিনের ভারী ও অতি বর্ষণের কারণে লংগদুর মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পাহাড়ি ঢলে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউএনও) পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে বন্যা কবলিতদের সহযোগিতার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
এসআরএস