ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুলাই ১০, ২০২৫
রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের শঙ্কা প্রবল বর্ষণের কারণে পাহাড়ধসের শঙ্কা

রাঙামাটি: গত চারদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদুর উপজেলায় মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের কয়েকশ পরিবার।

রাস্তাঘাট ডুবে যাওয়ায় নৌকা দিয়ে মানুষ চলাচল করছে।

এছাড়া পানিতে সড়ক ডুবে যাওয়ায় লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলি জমি।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ এতথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার-প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে এ প্রচারণা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি।

রাঙামাটি জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে অনুরোধ জানানো হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় ২৬৭টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গিপাড়া এলাকার একটি পাহাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।  

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।