ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

তাল কুড়ানোয় ৬ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, আগস্ট ২২, ২০২৫
তাল কুড়ানোয় ৬ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ! সিরাজগঞ্জে এক শিশুকে পুকুরে ‘নিক্ষেপের’ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা

গাছ থেকে পড়া একটি তাল কুড়িয়ে নেওয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে পুকুরে নিক্ষেপের অভিযোগ এসেছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করায় অল্পের জন্য সে প্রাণে বেঁচে যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের সড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু মো. শাহীন ওই গ্রামের মাজেদ খদগীরের ছেলে। অভিযুক্ত বাবুলও একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাজেদ খদগীর বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শাহীন বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে প্রতিবেশী বাবুলের তালগাছ থেকে একটি তাল পড়ে। হঠাৎ গাছ থেকে পড়া ওই তাল কুড়িয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় শিশু শাহীন। এ সময় তালগাছের মালিক বাবুল ঘর থেকে বেরিয়ে এসে তার ঘাড় ধরে চড়-থাপ্পড় মারতে থাকে এবং তালটি ছিনিয়ে নেয়।

এরপর শাহীনকে টেনে-হিঁচড়ে মাওলানা রেজাউল করিম কাওছারির পুকুরের পানিতে ফেলে দেয়। মুহূর্তেই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে অল্পের জন্য শিশু শাহীন প্রাণে বেঁচে যায়।

শিশুকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বাবুলকে প্রশ্ন করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, বাবুল প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে জানায় এ ঘটনায় যদি কেউ বাড়াবাড়ি করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

এই ঘটনার পর থেকে সড়াতলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা শিশুকে হত্যার উদ্দেশে পুকুরে ফেলার মতো অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।