ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, কারখানা ছুটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, জুলাই ১২, ২০২৫
গাজীপুরে শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, কারখানা ছুটি  শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ।

শনিবার (১২ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিট ওয়্যার লিমিটেড কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এর নেতৃত্ব দেন ১৭ জন শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের চিহ্নিত করে গত বৃহস্পতিবার প্রধান ফটকে ১৭ জন শ্রমিককে ছাটাইয়ের নোটিশ টাঙিয়ে দেয়। একপর্যায়ে শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ জন শ্রমিক ছাটাইয়ের বিষয়টি নোটিশে মাধ্যমে দেখতে পায়। কিছু সময় পর শ্রমিকরা জড়ো হয়ে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদ্যাতাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।  

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভেতরেই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। পরে দুপুরে কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। তবে কারখানার ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।  


আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।