ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, জুলাই ১৩, ২০২৫
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত মাইন বিস্ফোরণে আহত যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৩ জুলাই) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম নিকুছড়ি বিওপির দায়িত্বাধীন ৪২-৪৩ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন কাঁটাতারের বেড়ার পাশে মিয়ানমারের ভূখণ্ডে বাঁশ কাটতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর গুরুতর আহত মো. হোসেন জনমানবশূন্য নির্মাণাধীন সীমান্ত সড়কের ১৯ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকেন। পরে সীমান্ত সড়কের নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক তাকে দেখতে পেয়ে উদ্ধার করে কক্সবাজার জেলার কুতুপালং এমএসএফ ফিল্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

সূত্রে আরও জানা যায়, আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া থানার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বাচা মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ইউনুস (২৭) নামে রোহিঙ্গা এক নাগরিক গুরুতর আহত হন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।