ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৫, জুলাই ১৭, ২০২৫
সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার  সফি আহমদ চৌধুরী সুমন

সিলেট: সিলেটে নিশাত ফাতেমা চৌধুরী (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় নিহতের স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১৬ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

এতে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জের ধরে ১৪ জুলাই রাত ১০টার দিকে সফি আহমদ চৌধুরী সুমন তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে শারীরিক নির্যাতন করেন। এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন ফাতেমা। এই ঘটনাকে চাপা দিয়ে রাখা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তার স্ত্রী ‘আত্মহত্যা করেছেন’ বলে অভিযুক্ত সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান। খবর পেয়ে পিত্রালয়ের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিশাত ফাতেমা চৌধুরীকে মৃত দেখতে পান। সে সময় নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখতে পান। নিশাত ফাতেমা চৌধুরীর আত্মহত্যা করেছেন, জানিয়ে তার পিত্রালয়ের লোকজনকে ভুল বোঝানো চেষ্টা করা হয়।  

খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থানা আরামবাগ এক নম্বর সড়কের ৭/২ রশিদ মঞ্জিল থেকে মরদেহ উদ্ধার করে। থানার উপ পরিদর্শক (এসআই) হালিমা আক্তার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ সময় পুলিশ স্ত্রীর হত্যার অভিযোগে সফি আহমদ চৌধুরী সুমনকে আটক করে।  তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের নুর মিয়া চেয়ারম্যান ও নাদিরা চৌধুরী দম্পতির ছেলে। সিলেট নগরের বালুচর আরামবাগ এক নম্বর রোডের ৭/২ রশিদ মঞ্জিলে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের পিত্রালয়ের লোকজন শাহপরাণ (রহঃ) থানায় মামলা (নং-০৪ (৭)’২৫) হত্যা মামলা দায়ের করলে আটক সফি আহমদ চৌধুরী সুমনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।