ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফেনীতে মহাসড়কে দুর্ঘটনায় বাসের হেলপার-সুপারভাইজার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, সেপ্টেম্বর ৭, ২০২৫
ফেনীতে মহাসড়কে দুর্ঘটনায় বাসের হেলপার-সুপারভাইজার নিহত

ফেনী: ফেনীতে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনায় গুরুতর আগত অবস্থায় বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছেন, শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার রঘুনাথ পুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। অন্যজন হচ্ছেন, বাসের হেলপার মো. রফিক (৬০)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কের হাফেজেয়া এলাকার ঢাকামুখী লেনে একটি বাস হঠাৎ করে থামানো হলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস এবং এর পেছনে থাকা একটি ট্রাক ধাক্কা দেয়।  

ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ১০/১৫ জনকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হারুন অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।