ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে আজ কারফিউ শিথিল, রাতে নতুন সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, জুলাই ১৯, ২০২৫
গোপালগঞ্জে আজ কারফিউ শিথিল, রাতে নতুন সিদ্ধান্ত কারফিউ শিথিল হওয়ায় ঘর থেকে হয়েছে মানুষ

গোপালগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই)  ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আদেশ জারি করেছেন।

 

কারফিউ শিথিল থাকায় শনিবার সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোক সমাগম বেড়েছে। মানুষ জিনিসপত্র কেনাকাটা করতে দোকানে আসছেন।

সকালে মানুষের উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। শহরের কাঁচা বাজার, ফল বাজার বেচাকেনা আগের মতোই মনে হয়েছে।
 
তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বা ভীতি রয়ে গেছে। গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকান এখনো খোলেনি। হোটেল-রেস্টুরেন্টও বন্ধ রয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।