ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

যুদ্ধবিমান বিধ্বস্ত: নানাবাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মাহিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, জুলাই ২৫, ২০২৫
যুদ্ধবিমান বিধ্বস্ত: নানাবাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মাহিয়া বাঁয়ে মাহিয়া, ডানে তার জানাজার দৃশ্য

মেহেরপুর: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম। মেহেরপুরের মুজিবনগরে নানাবাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছে মাহিয়া।


 
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহিয়া। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার লাশ আনা হয় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে নানাবাড়িতে। এসময় কান্না ভেঙে পড়ে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে জয়পুর গ্রামের কবরস্থানে মাহিয়াকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাহিয়া রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে। বাবা মারা গেছেন 
১৯ সালে। তারপর থেকেই মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতো মাহিয়া।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ফলে দুটি ক্লাসরুম আর একটি টিচার্স রুমে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন। এসময় দগ্ধ হন অন্তত ১৭০ জন। আহতদের মধ্যে মাহিয়াও ছিল। সে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায়। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। এছাড়া তাদের মধ্যে অভিভাবক, শিক্ষক ও সার্ভিস স্টাফ রয়েছেন।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ