ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

ফেনী-নোয়াখালী সড়কে পিকআপে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, জুলাই ২৫, ২০২৫
ফেনী-নোয়াখালী সড়কে পিকআপে বাসের ধাক্কায় দুই ভাই নিহত প্রতীকী ছবি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। ফেনী-নোয়াখালী সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে তারা নিহত হন।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করে। একরামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে একরাম হোসেনও মারা যান।

নিহতের জেঠাতো ভাই মো. সুজন বলেন, আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন চাকরি করতেন মোশারফ। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। তার কোম্পানি আলভী এন্টারপ্রাইজের মালিক তাকে খবর দেন সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করতে। রাত ৩টার দিকে তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যান। গাড়িটি তুলে রাস্তাপাশে দাঁড় করান।  

এ সময় মোশারফ পিছনে চাকার যোগান দিতে যান। হঠাৎ পিছন থেকে নোয়াখালীগামী লাল সবুজ নামে একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয় এরপর ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যায়, তার ছোট ভাই একরাম আহত হন। আহত একরামকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা যান।  

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এসএইচডি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।