সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে নগরের আম্বরখানাস্থ রাজার গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে আম্বরখানা এলাকার রাজার গলির সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে তানভীরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। এর আগের রাতেই দলটির স্থানীয় এক নেতাকে ছরিকাঘাত করা হলো।
এনইউ/আরবি