নাটোর: নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকা ডুবিতে নয়ন হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে আত্রাই নদীতে নৌকা ডুবিতে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ নয়ন একই উপজেলার নুরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ বিকেলে উপজেলার নুরপুর গ্রামের খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট ছিল। ওই ফুটবল টুর্নামেন্ট দেখতে যাওয়ার সময় নয়নসহ আরও অনেকে আত্রাই নদীতে নৌকায় করে পারাপার হচ্ছিলেন। এ সময় নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক তোলায় এবং প্রচণ্ড বাতাসে মাঝ নদীতে নৌকাটি তলিয়ে যায়। পরে সবাই নদী থেকে সাঁতরে পাড়ে আসলেও নদীতে ডুবে যায় নয়ন। এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাননি। পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাজশাহী থেকে একদল ডুবুরি সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে নিখোঁজ ওই যুবককে উদ্ধারের জন্য কাজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে তাকে পাওয়া যায়নি। রাত ১০টার দিকে উদ্ধার কাজ আপাতত বন্ধ করা হয়। শনিবার (২৬ জুলাই) আবারও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালাবে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ নয়ন সাঁতার জানতো না। তাই পানিতে তলিয়ে মারা গেছেন।
এএটি