ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

অধিক দামে সার বিক্রির অপরাধে মাগুরায় ৫০ হাজার টাকা জরিমানা 

ডিস্টক্ট করেপ্যান্টান্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জুলাই ২৭, ২০২৫
অধিক দামে সার বিক্রির অপরাধে মাগুরায় ৫০ হাজার টাকা জরিমানা 

মাগুরা: ভোক্তা অধিকারের অভিযানে মাগুরাা গাংনালিয়া বাজারে মাবিয়া ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার গাংনালিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে কীটনাশক ডিলার, মুদি দোকানিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানকে তদারকি করা হয়।

এ সময় টিএসপি সারের ডিলার মেসার্স মাবিয়া টেন্ডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, ওই ব্যবসা প্রতিষ্ঠানে ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা দামে ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়া অধিক দামে সার বিক্রি করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছে না প্রতিষ্ঠানটি।  

এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।  

এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এই অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন কৃষি বিপণ কর্মকর্তা রবিউল ইসলাম।

এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।