ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

ভোলার মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জুলাই ২৭, ২০২৫
ভোলার মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি

ভোলার মেঘনা নদীতে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খালসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পানির প্রবল ঢেউয়ের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের কাজে ব্যবহৃত বাল্কহেডটি ডুবে যায় বলে জানান পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান।

স্থানীয়রা ও পাউবো সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে ‘জাম্পিং পদ্ধতিতে’ বালুর বস্তা ফেলার কাজ চলছে। এই কাজ বাস্তবায়নে দায়িত্বে আছে ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার।

রোববার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানটির একটি বালুবোঝাই বাল্কহেড নদীপথে কাজের স্থানে যাচ্ছিল। এসময় নদীর ঢেউয়ের তোড়ে বাল্কহেডটি ডুবে যায়। এতে ঠিকাদারের তিনজন শ্রমিক বাল্কহেডে অবস্থান করছিলেন।

পরে তারা সবাই সাতরে নিরাপদে তীরে উঠে আসেন বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) মো. জিয়াউদ্দিন আরিফ। তিনি আরও বলেন, ঘটনায় কেউ হতাহত হননি। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।