ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, জুলাই ২৮, ২০২৫
চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আলাউদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের হুরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিনের সঙ্গে একই গ্রামের আক্তার মোহরীর জমিসংক্রান্ত পুরোনো বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নুর আলম বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।