ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ৬ জেলে নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জুলাই ২৯, ২০২৫
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: ৬ জেলে নিখোঁজ  ওনাকেসহ নয় জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

পটুয়াখালী: জেলার কুয়াকাটার কাছে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা ১৫ জেলের মধ্যে নয়জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ছয়জন।

উদ্ধার হওয়া জেলেদের ভাষ্যমতে, গত শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি ডুবে যায়।  

তারা জানান, এফবি সাগরকন্যা নামের ট্রলারটিতে ১৫ জন ছিলেন। হঠাৎ ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের তোড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। শুরুতে একজন জেলে সাগরে হারিয়ে যান এবং পরে ভেসে থাকার সময় আরও পাঁচজন নিখোঁজ হন। বাকি নয়জন বাঁশ ও ভাসমান উপকরণের সাহায্যে ভাসতে ভাসতে চারদিনের মাথায় শেষ বয়া এলাকার কাছাকাছি চলে আসেন। পরে সোমবার রাতে দুটি মাছধরা ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।

জানা যায়, চারদিন অনাহারে সাগরে ভাসতে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন নয় জেলে। তাদের মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ট্রলারমালিক কিশোর হাওলাদার এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নিখোঁজ রয়েছেন।

এদিকে ছয় জেলে নিখোঁজ থাকায় উপকূলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অন্য জেলেরা নিখোঁজদের সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।