ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

সীমানা পুনর্নির্ধারণ: সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে সিসিকের ৯ ওয়ার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুলাই ৩১, ২০২৫
সীমানা পুনর্নির্ধারণ: সিলেট-৩ আসনে যুক্ত হচ্ছে সিসিকের ৯ ওয়ার্ড সিলেটের ম্যাপ।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে ছিল সিলেট-৩ সংসদীয় আসন। এবার সীমানা পুনর্নির্ধারণে এই আসনটিতে যুক্ত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড।

 

বুধবার (৩০ জুলাই) সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-৩ আসনে এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।  

সিলেট-১ আসনের বদলে সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা ছাড়াও যুক্ত হচ্ছে মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমার ৯টি ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড।   

নির্বাচন কমিশন গেজেট করে সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডকে সিলেট-১ আসন থেকে কর্তন করে সিলেট-৩ আসনে যুক্ত করা হয়েছে।  

বর্তমানে সিলেট-১ আসনে রয়েছে সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ ও সিলেট সদর উপজেলা।  

সিলেট আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও এই প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বলছে- নতুন সীমানা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।