ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, আগস্ট ২, ২০২৫
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫ অটোরিকশায় ট্রেনের ধাক্কা

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭),তাঁর বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান  আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর  রহমান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়ুবুর রহমান গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ