ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, আগস্ট ৫, ২০২৫
চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা  চাঁদপুরে জুলাই আন্দোলনে শহীদের কবরে শ্রদ্ধা জানানো হয়

চাঁদপুর: গেল বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাই অর্থাৎ মঙ্গলবার (৫ আগস্ট) জেলাজুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজা, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ অনেকে।
এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন আজ ৩৬ জুলাই। গত বছর এ সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজ আমরা সমবেত হয়েছি সব শহীদকে শ্রদ্ধা জানাতে। আশা করি, আল্লাহ তাদের শান্তিতে রাখবেন।  

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজ ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে জেলাজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি, দিনটি সুশৃঙ্খলভাবে পালন করবে সবাই।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এ দিন চাঁদপুরে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের এ দিনে ১৫ বছর কুক্ষিগত করে রাখা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র-জনতার এ বিজয়ের দিনটি আজ সারাদেশে উদযাপন করা হচ্ছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।