ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

মাধবদী বাজারে আগুন, পুড়লো কোটি টাকার মালামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, আগস্ট ৬, ২০২৫
মাধবদী বাজারে আগুন, পুড়লো কোটি টাকার মালামাল মাধবদী বাজারে আগুন

নরসিংদী: নরসিংদীর মাধবদী বাজারে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে এ ঘটনা ঘটে।

 মার্কেটে আগুন লেগে জুতা, ইলেক্ট্রনিক, মুদি ও ফুটপাতের ছোট দোকানসহ আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে জুতার দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ধীরে ধীরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মাধবদীর ২টি ইউনিট ও নরসিংদীর ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, আগুনে আমার জুতার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। দোকানে আগুনে প্রায় এক থেকে দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বাজারে যদি পানির ব্যবস্থা থাকত তাহলে হয়তো আমাদের এত বড় ক্ষতি হতো না।

মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন,  আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়েছে।  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।