ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

সারাদেশ

বিদ্যালয়ের ৩ তলায় আগুন, নামতে গিয়ে হুড়োহুড়িতে ২৫ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, আগস্ট ৬, ২০২৫
বিদ্যালয়ের ৩ তলায় আগুন, নামতে গিয়ে হুড়োহুড়িতে ২৫ শিক্ষার্থী আহত বিদ্যালয়ে অভিভাবকরা, সিঁড়িতে শিক্ষার্থীদের বই-খাতা, অসুস্থ এক শিক্ষার্থী এবং হাসপাতালে শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।

তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  

বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগারের ল্যাবে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে বিদ্যালয়ের তৃতীয় তলায় আসন্ন বিজ্ঞান মেলাকে ঘিরে কয়েকজন শিক্ষার্থী গবেষণা করছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।  

পরে স্থানীয় লোকজন ও স্কুল কৃর্তপক্ষ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম জানান, গবেষণার কাজ চলাকালে মাল্টিপ্লাগে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়। তবে আতঙ্কিত শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী জানান, এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।  

জেলা প্রশাসক মো. দিদারুল আলম জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় কারো অবহেলা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।