ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পাঁচ বছর পর এবি পার্টি ছেড়ে জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, সেপ্টেম্বর ১৯, ২০২৫
পাঁচ বছর পর এবি পার্টি ছেড়ে জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী পাঁচ বছর পর এবি পার্টি ছেড়ে জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

দিনাজপুর: জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর আবার জামায়াতে ফিরেছেন ৪০ জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার শাখার আয়োজনে যোগদান অনুষ্ঠানে তারা আবার জামায়াতে যোগ দেন।

তাদের নেতৃত্বে ছিলেন সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।

এ সময় ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। ওই বছর তিনি এবি পার্টিতে যোগ দেন। সর্বশেষ তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

২০২০ সালে জামায়াতে ইসলামীর কিছু নেতার সঙ্গে তার মনোমালিন্য হয়। তাকে মূল্যায়ন না করায় তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শের জন্য তিনিসহ এবি পার্টির ৪০ জন নেতাকর্মীকে নিয়ে আবার জামায়াতে যোগ দেন। তাদের সবারই পদ না থাকলেও সবাই আগে জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।