কুমিল্লা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ১৬ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। কারাগারে ও আদালতের বারান্দায় তাদের সময় কেটেছে।
বুধবার (৬ আগস্ট) কুমিল্লা নগরীতে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বিজয় র্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
র্যালি শেষে কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন-উর রশিদ ইয়াছিন।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
বিজয় মিছিলটি কুমিল্লা নগরের কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।
এসআরএস